ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার বলেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মাদারগঞ্জে শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী মৃত সোহরাব আলীর বাড়ি সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামে।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস মাদারগঞ্জ পৌঁছালে সোহরাব ট্রেনে কাটা পড়েন। তার স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। তারা জানিয়েছেন, সোহরাব মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্টেশন মাস্টার বলেন, ‘রেলওয়ে পুলিশ এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’