বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছুরি হামলায় যুবক নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:৪৫

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নাজিমের শত্রুতা ছিল। তার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। এখনও মামলা হয়নি। তবে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।’

বগুড়ার গাবতলীতে ছুরি হামলায় এক যুবক নিহত হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) বুধবার রাত পৌনে ৯টার দিকে যুবকের মৃত্যু হয়।

নিহতের নাম নাজিম উদ্দিন। বয়স তার ১৯। উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামে বাড়ি।

বগুড়া ছিলিমপুর (মেডিক্যাল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম হোসেন এসব নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যায় দাঁড়াইল বাজার এলাকায় যান নাজিম। সেখানে তিন যুবক তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসক তাকে শজিমেক হাসপাতালে পাঠান। সেখানে রাতে তার মৃত্যু হয়।

শামীম হোসেন আরও জানান, মরদেহ মর্গে আছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নাজিমের শত্রুতা ছিল। তার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। এখনও মামলা হয়নি। তবে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।’

এ বিভাগের আরো খবর