ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি আগুনে নিহত জুবায়েরের বাবা মকবুল।
বুধবার বিকেলে ছেলের মৃত্যুর ১৯ ঘণ্টা পর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের মৃত্যু হয়।
মকবুল হোসেন উপজেলার শরীফপুর এলাকার সফর মিয়ার ছেলে। তিনি চরচারতলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে ছিলেন।
মকবুলের চাচা মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত মঙ্গলবার রাত ১০টায় আশুগঞ্জ বাজারের ৫ তলা বিশিষ্ট আলাই মোল্লা ভবনের নিচতলায় আগুন লেগে আমার ভাতিজা মকবুলের পুরো পরিবার দ্বগ্ধ হয়েছে। এ সময় ঘটনাস্থলেই তার ছোট ছেলে জুবায়ের মারা যায়। আহত হয় মকবুল, তার স্ত্রী রেখা বেগম এবং মকবুলের বড় ছেলে ১৪ বছরের হৃদয়। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ বিকালে মকবুল মারা গেছে।’
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান জানিয়েছেন, অগ্নিদগ্ধ বাকিদেরও অবস্থাও আশঙ্কাজন।