চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ বিভাগের বাইরে বাবার জ্ঞান ফেরার অপেক্ষায় থাকা চার বছরের ঋদ্ধির অপেক্ষা ফুরাবে না আর কখনোই।
তার বাবা রক্তিম সুশীল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল দশটায় তার মৃত্যু হয়। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ইউসিইউ বিভাগের চিকিৎসক হারুনর রশীদ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তার কোনো সাড়া-শব্দ ছিল না। আর লাইফ সাপোর্টে থাকার সময় এমনিতেই কিছু শারীরিক জটিলতা তৈরি হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
- আরও পড়ুন: ঋদ্ধির অপেক্ষা কবে ফুরাবে?
৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাট ফকিরশাহ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় মৃত্যু হয় তার ৫ ভাইয়ের। এ সময় আহত হন রক্তিম ও তার এক বোন। সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার আরেক বোন মুন্নী সুশীল।
- আরও পড়ুন: একসঙ্গে বিধবা তারা ৫ জন
চকোরিয়ায় দুর্ঘটনার পর রক্তিম শীলকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু এ হাসপাতালে আইসিইউ সংকট থাকায় তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী সময়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল হয়ে আবার চমেক হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় তাকে। মঙ্গলবার পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছিল তার।
এদিকে পিকআপ চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম।
তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার জেষ্ট বিচারিক হাকিম রাজীব কুমার দে মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন। তারপর থেকে পিবিআই তদন্তে নেমে পড়েছে। আমাদের টার্গেট ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা।