ইতালি থেকে ডাক পার্সেলে চট্টগ্রামে আসা পিস্তল ও গুলি জব্দের ঘটনায় এগুলোর প্রাপক আয়কর বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরের হালিশহরের আই ব্লকের ৬ নম্বর রোডের খালপাড় এলাকা থেকে সোমবার রাত ১১টার দিকে কামরুল হাসানকে গ্রেপ্তারের পর বন্দর থানায় হস্তান্তর করা হয়।
ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সন্ধ্যায় দুটি পিস্তল ও ৬০টি গুলির প্রেরক রাজীব বড়ুয়া ও প্রাপক কামরুল হাসানকে আসামি করে বন্দর থানায় মামলা করেন কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।
সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন বলেন, ‘কামরুল বন্দর থানায় করা মামলার আসামি। বন্দর থানার অনুরোধে হালিশহর থানা পুলিশ তাকে তার শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার করে হস্তান্তর করে।’
গত রোববার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ডাকঘরের ফরেন পোস্টে আসা একটি পার্সেল পরীক্ষা করেন কাস্টমস কর্মকর্তারা। গৃহস্থালির পণ্যের ওই পার্সেলে দুটি এইট এমএম পিস্তল ও ৬০টি গুলি পাওয়া যায়। এ সময় পার্সেলে দুটি প্লাস্টিকের পিস্তলও পাওয়া যায়।