বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাবিতে তিন দিনব্যাপী শুরু বইমেলা ‘গ্রন্থ কুটির’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২৬

কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, ‘মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না, তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা সুউদ্দীপ্ত করে, আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবন যাপনে। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়ক ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বইমেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা ‘গ্রন্থ কুটির’ শুরু হয়েছে। বইমেলার এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব।

বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কবি জুলফিকার মতিন সোমবার সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করেন।

কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, ‘মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না, তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা সুউদ্দীপ্ত করে, আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবন যাপনে।

‘আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়ক ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বইমেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

তিন দিনব্যাপী এ মেলাতে ৫টি স্টল দেয়া হয়েছে। এর মধ্যে রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, বাচ্চাদের বইসহ বিভিন্ন লেখকের প্রায় এক হাজার বই রয়েছে।

মেলা প্রাঙ্গণে সব বয়সী দর্শনার্থী, পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি ইসতেহার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হাসানসহ অনেকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বইয়ের বাইরের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘অমর একুশে গ্রন্থকুটির ২০২২’।

এ বিভাগের আরো খবর