কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা ডাকাতদলের প্রধানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
টেকনাফের কাস্টমস এলাকা থেকে শনিবার রাতে খায়রুল আমিনকে আটক করা হয়।
খায়রুল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। র্যাব জানিয়েছে, তিনি আমিন গ্রুপ নামে একটি ডাকাতদলের নেতৃত্ব দিতেন।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল হোসেন রোববার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে খায়রুলকে টেকনাফের কাস্টমস এলাকা থেকে একটি দেশীয় পিস্তল ও দুইটি কার্তুজসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, কেরুনতলীর পাহাড়ে তার দলের সদস্যরা অস্ত্র মজুত করেছে। রোববার ভোরে র্যাব সেখানে অভিযান চালায়।
বিল্লাল বলেন, ‘র্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া বস্তা থেকে তিনটি একনলা বন্দুক, দুইটি থ্রি কোয়ার্টার গান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়। খায়রুল নাশকতা ও ডাকাতির জন্য অস্ত্র-গুলি মজুত করার কথা স্বীকার করেছেন।’
খাইরুলের নামে মামলার পর রোববার তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।