সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়ার্ড আওয়ামী লীগে ‘ত্যাগী নেতাদের’ বাদ দিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের নিয়ে কমিটি করার অভিযোগ উঠেছে।
বেলকুচি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে শনিবার দুপুরে এমন অভিযোগ করে দলটির একাংশ।
লিখিত বক্তব্যে বেলকুচি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক ফজল বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের ও একটি পৌরসভার ১০টি ওয়ার্ডের সম্মেলন হয়। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী নির্বাচন করেছেন।
‘এতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করা ও দলের দুর্দিনে পাশে থাকা তৃণমূলের নেতাকর্মীরা বাদ পড়েছেন। যারা কমিটিতে জায়গা পেয়েছেন তাদের বেশির ভাগই সুবিধাবাদী। এদের এক-তৃতীয়াংশ জামায়াত ও বিএনপির সাবেক নেতাকর্মী।’
ফজল আরও বলেন, ‘আমরা যারা প্রকৃত নেতাকর্মী তারা দলের কঠিন মুহূর্তেও পাশে ছিলাম, এখনও আছি। অথচ আমরা এ সম্মেলন থেকে বাদ পড়েছি। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি, তিনি যেন আমাদের তথ্য যাচাই করে যোগ্য জায়গায় ফিরিয়ে দেন।’
এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মনে করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক।
তিনি বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও এমপি আব্দুল মমিন মণ্ডলের উপস্থিতিতে যাদের নেতাকর্মী হিসেবে নেয়া হয়েছে আমি মনে করি তারা যথেষ্ট যোগ্য। আমরা দলকে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিষয়টি মাথায় রেখেই কাজ করছি।’