প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনার নিয়োগে ১০ জনের নাম সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটির বৈঠক শুরু হয়েছে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শনিবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
কমিটি সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পাঠানোর জন্য সংক্ষিপ্ত তালিকা করতে এ বৈঠকে আলোচনা চলছে।
সার্চ কমিটি গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকে বসে। তারপর বিশিষ্টজনদের সঙ্গে ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিভিন্ন সেশনে বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা।