শামীম আহমেদ রনি জানান, দুপুর ১টার দিকে হঠাৎ করে তার ভাই রাজেক অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদের মৃত্যু হয়েছে।
বার্ধক্যজনিত কারণে ৭১ বছর বয়সে শুক্রবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
রাজেকের ছোট ভাই শামীম আহমেদ রনি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রনি জানান, দুপুর ১টার দিকে হঠাৎ করে রাজেক অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যু সংবাদ শুনে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে রাজেকের বাসভবনে উপস্থিত হন তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
রাজেকের তিন ছেলে ও এক মেয়ে। তার এক ভাই আলী রাজু যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।