বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সার্চ কমিটি বিএনপির কাছে তামাশাই মনে হবে: কাদের

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ২১:১৮

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেখেছি, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কীভাবে আপিল বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় বিচারপতি এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই বিএনপির কাছে বর্তমান সরকারের সময়ে নির্বাচন কমিশন গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তামাশা বলেই মনে হবে।’

আজিজ কমিশন গঠন করা বিএনপির কাছে সার্চ কমিটি তামাশা মনে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

কাদের বলেন, ‘জনগণের মধ্যে আবেদন তৈরি করতে না পেরে বিএনপি নেতারা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে উন্মত্ত বিএনপির রাজনৈতিক ভিত্তি নেই। দলটি গণতন্ত্রের বিরুদ্ধে অপকৌশল করে যাচ্ছে। তারই অংশ হিসেবে মির্জা ফখরুল শিষ্টাচার বহির্ভূতভাবে সার্চ কমিটি নিয়ে মন্তব্য করেছেন।’

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নিয়েছে ১৪ ফেব্রুয়ারি। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠনে প্রক্রিয়া শুরু হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। বিএনপি এ সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলে নাম সুপারিশ করবে না বলে জানিয়েছে।

সার্চ কমিটি নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে কাদের বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ করেছে। গণতান্ত্রিক উপায়ে সার্চ কমিটি গঠন ও তার সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে। অথচ আমরা দেখেছি, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কীভাবে আপিল বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় বিচারপতি এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই বিএনপির কাছে বর্তমান সরকারের সময়ে নির্বাচন কমিশন গঠনে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়াকে তামাশা বলেই মনে হবে।’

সার্চ কমিটির সদস্যরা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারবেন বলে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি কাজ করছে। আশা রাখি, সার্চ কমিটির সদস্যরা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম হবেন।’

বিএনপিকে গণতন্ত্রের শত্রু বলে মনে করেন কাদের। বলেন, ‘বিএনপি যতই পোশাকি গণতন্ত্রের আবরণে ছদ্মবেশ নিয়ে নিজেদের লুকানোর চেষ্টা করুক না কেন, জাতির কাছে তাদের স্বরূপ অনেক আগেই উন্মোচিত।

‘এ দেশের নির্বাচনি ব্যবস্থা ধ্বংস হয়েছে অবৈধ উপায়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে। বিপরীতে এ দেশের মানুষের স্বাধীনতা থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। বিএনপির আমলে সেগুলোর ব্যত্যয় ঘটলেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’

এ বিভাগের আরো খবর