বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহসীনের আত্মহত্যা: লাইভের শেষে বোঝে ফেসবুক

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ২০:১২

সিআইডি প্রধান বলেন, ‘বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুরকেন্দ্রিক অফিসে জানতে চাইলাম। ফেসবুক আমাদের জানালো, লাইভের প্রথমে মহসীন খানের কথা স্বাভাবিক ছিল। তিনি আত্মহত্যা করবেন এমনটা তাদের মনে হয়নি।’

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসীন খান যে আত্মহত্যা করবেন, তা তার ফেসবুক লাইভের শেষের দিকে বুঝতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুবুর রহমান একথা জানান।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুরকেন্দ্রিক অফিসে জানতে চাইলাম। ফেসবুক আমাদের জানালো, লাইভের প্রথমে মহসীন খানের কথা স্বাভাবিক ছিল। তিনি আত্মহত্যা করবেন এমনটা তাদের মনে হয়নি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সিঙ্গাপুর ফেসবুকের অফিস থেকে আমাদের জানালো, উনি (মহসীন) সাড়ে ১৬ মিনিটের বেশি লাইভে ছিলেন। কিন্তু প্রথম দিকে তিনি যেভাবে কথা বলছিলেন তারা (ফেসবুক) বুঝতে পারেনি মহসীন খান আত্মহত্যা করবেন।

‘প্রথমে মহসীন খান পরিবার, ব্যক্তিগত জীবন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। ফলে ফেসবুক আত্মহত্যার বিষয়টি বুঝতে পারেনি।’

সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, ‘লাইভের শেষের আড়াই মিনিট আগে ফেসবুক বুঝতে পারে মহসীন খান আত্মহত্যা করবেন। ফেসবুককে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা আত্মহত্যা রোধে ভবিষ্যতে আমাদের সঙ্গে কাজ করে।’

গত ২ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন মহসীন খান। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী।

মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। এক নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে দুঃখও প্রকাশ করেন তিনি।

নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে মহসিন বলেন, ‘আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে লাশ পচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।’

সিআইডি প্রধান বলেন, ‘কেন এ লাইভের ঘটনা সিআইডি জানতে পারলো না? সিআইডির সাইবার পুলিশ অফিসারদের নিয়ে আমি বসলাম। আমার দায়িত্ব কি নেই? আমি কি পারতাম না এটি প্রতিরোধ করতে? এ বিষয়ে কেউ আমাকে দোষারোপ করেনি। আমি নিজে দেখে নিজেকেই দোষারোপ করেছি।’

মাহবুবুর রহমান বলেন, ‘মহসীন খান যখন লাইভ শুরু করেছিলেন, তখন কারা কারা লাইভ দেখছিলেন, আমরা সাইবার পুলিশ থেকে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। তবে চিহ্নিত করার উদ্দেশ্য কাউকে দোষারোপ নয়, তাদের সচেতন করা। যেন এমন কোনো ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিকভাবে কী করবেন, সেটি জানতে পারে।’

এ বিভাগের আরো খবর