বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্ধ্যার স্মৃতি নিয়ে লিখলেন মমতা

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:০০

মমতার বেদনাভরা অভিব্যক্তি, ‘সন্ধ্যাদি নেই ভাবতে পারছি না। কোথা থেকে কী যে হয়ে গেল, কী যে হচ্ছে! লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়- পরপর নক্ষত্র পতন। মন মানতে চাইছে না।’

সদ্যপ্রয়াত সংগীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবিড় আত্মীয়তার সম্পর্ক ছিল। গীতশ্রীর মৃত্যু সংবাদে শোকাহত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে তড়িঘড়ি বুধবার কলকাতায় ফিরছেন।

মমতার বেদনাভরা অভিব্যক্তি, ‘সন্ধ্যাদি নেই ভাবতে পারছি না। কোথা থেকে কী যে হয়ে গেল, কী যে হচ্ছে! লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়- পরপর নক্ষত্র পতন। মন মানতে চাইছে না।’

স্মৃতি ভারাক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা লিখেছেন তৃণমূলের দৈনিক মুখপত্র ‘জাগো বাংলা’ পত্রিকায়।

‘ছেলে মানুষের মতো বলতেন, একটা গান শোনাও’ শীর্ষক ওই নিবন্ধে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘আসলে সন্ধ্যা মুখোপাধ্যায় একটা যুগ, একটা প্রজন্ম এবং আমাদের কাছে একটা আবেগ।

‘সেই ছোটবেলা থেকে ওর গান শুনে বড় হয়েছি। কী সব কালজয়ী গান! গানে মোর ইন্দ্রধনু, মধু মালতি ডাকে আয়, দেখো কি মিষ্টি এ সকাল- সব গানের কথা মনে পড়ে যাচ্ছে। ১৯৫৭ সালে একটা গান গেয়েছিলেন, তখন আমরা কত ছোট। সব এখনো স্মৃতিতে অমলিন।

‘যে গান গেয়েছেন সে গানই মনে হতো তার গলায় প্রাণ পেয়েছে। বাংলা চলচ্চিত্রে যেমন উত্তম-সুচিত্রা জুটি, তেমনি বাংলা গানে হেমন্ত-সন্ধ্যা স্বর্ণযুগের জুটি। শুধু আধুনিক কেন, নানারকম গানে তার সহজ বিচরণ। হিন্দি গানও গেয়েছেন এবং তা দাপটের সঙ্গে গেয়েছেন । লতা মঙ্গেশকরের সঙ্গে তার একটি ডুয়েট গান তো এখনো মানুষের মুখে মুখে ফেরে । চাইলেই উনি হিন্দি গানের জগতে সাবলীল বিচরণ করতে পারতেন । কিন্তু বাংলা গান ছিল তার প্রথম প্রেম । প্রথম ভালোবাসা এবং সেখানেই তিনি আমৃত্যু থেকে গিয়েছিলেন।

সন্ধ্যাদির মনটা ছিল ছেলেমানুষের মতো। মাঝেমধ্যেই ফোন করতেন। বলতেন, একটা গান শোনাও না। আমি বলতাম, আপনি নিজেই একটা প্রতিষ্ঠান, দিশারী । আপনাকে আমি গান শোনাবো ! কিন্তু কিছুতেই শুনতেন না । আমাকে গান শোনাতেই হত, ছাড়তেন না । বড্ড স্নেহ করতেন আমায় । অথচ সেই মানুষটি আর নেই । কতদিন সন্ধ্যাদি আমাদের জাগো বাংলার অনুষ্ঠানে এসেছেন । সঙ্গীত মেলায় এসেছেন। সুর মূর্ছনায় ভরিয়ে রাখতেন আমাদের, শ্রোতাদের । সেসব কথা এখন স্মৃতিতে ভাসছে।’

মমতা লিখেছেন, ‘কোচবিহারের অনুষ্ঠান সেরেই আমি বুধবার কলকাতায় ফিরব। সন্ধ্যাদির দেহ পিসি ওয়ার্ল্ডে থাকবে। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য সন্ধাদির দেহ থাকবে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য হবে।

‘গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গানের জগতে নক্ষত্র। ভালোবাসার মানুষ। ভালোলাগার মানুষ। ভালোবাসাকে হার মানাতে পারবে না মৃত্যু। যতদিন বাংলা গান থাকবে, ততদিন সন্ধ্যাদি থাকবেন আমাদের মধ্যে।’

এ বিভাগের আরো খবর