ওসি বলেন, ‘ওই ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
কুমিল্লার সদর দক্ষিণের একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার শ্রীবল্লভপুর এলাকা থেকে বুধবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
ওসি জানান, মহাসড়কের পাশে বিলের মধ্যে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’