সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন নোয়াখালীর বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাধারণ শিক্ষার্থীরা।
নোয়াখালীর জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে বুধবার সকাল ১১টায় মানববন্ধন শুরু হয়।
মানববন্ধন শেষে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেলের কাছে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালীর সভাপতি সৌমেন তপু, মানবিক ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি রাকিব হোসেন, ফেরারী নেটওয়ার্কের সিনিয়র স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার, রেড লাভ বিডির সভাপতি গোলাম আলমগীর জাকারিয়া, সাধারণ শিক্ষার্থী আরিফ হোসেনসহ অনেকে।
সভাপতি সৌমেন তপু বলেন, ‘নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সীমিত বাস থাকার কারণে সবাই বাসে চলাচল করতে পারেন না। প্রতিনিয়ত আমাদেরকে সিএনজি এবং অটোরিক্সায় যাতায়াত করতে হয়। কিন্তু দুংখজনক হলেও সত্য, প্রায় সময়ই পৌরসভা থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় নিয়ে আমাদের হয়রানির শিকার হতে হয়। আশা করি, জেলা প্রশাসক ও মেয়র মহোদয় এসব যানবাহনে ন্যায্য ভাড়া আদায়ে খুব শিগগির কার্যকরী পদক্ষেপ নেবেন।’
এ ছাড়া সিনিয়র স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার বলেন, ‘এক সময় নোয়াখালীতে সিটি সার্ভিস ছিল। কিন্তু বর্তমানে কোন সিটি সার্ভিস নেই বললেই চলে। তাই নোয়াখালী পৌরসভার উদ্যোগে খুব দ্রুত সিটি সার্ভিস চালু করা হলে অটোরিক্সার ওপর আমাদের নির্ভরতা কমবে।’