র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মতো বাংলাদেশের ওপর অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা রয়েছে কি না তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ ফারুক খান।
বৈঠকে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত আগামী বৈঠকে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক অংশ নেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে তৎপর থাকার সুপারিশ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ-মালদ্বীপ বাণিজ্য বাড়াতে দ্রুত ও সরাসরি নৌযোগাযোগ স্থাপন করার ব্যাপারেও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বহির্বিশ্বে ডাক্তার, নার্সসহ মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা বাড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই চাহিদা পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং আর্মড ফোর্সেস মেডিক্যাল কোরে আসনসংখ্যা বাড়ানোর সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।