বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইজিবাইকচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫৬

বিভিন্ন মহাসড়কে ইজিবাইকে উঠে ইজিবাইকচালককে জিম্মি করে কিংবা হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত ছিনতাইকারী চক্রটি। অনেক দিন ধরেই তারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এসব অপরাধ করে আসছিল তারা।

ব্যাটারিচালিত এক ইজিবাইকের চালককে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করে।

মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।

গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধায় চালক আব্দুল মজিদকে হত্যার ঘটনায় ব্যক্তিরা হলেন মিরু মিয়া, রাজু মিয়া, সাগর মণ্ডল ও বেলাল চৌধুরী। তাদের দেয়া তথ্যে ছিনতাই হওয়া ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন মহাসড়কে ইজিবাইকে উঠে ইজিবাইকচালককে জিম্মি করে কিংবা হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত ছিনতাইকারী চক্রটি। অনেক দিন ধরেই তারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এসব অপরাধ করে আসছিল তারা।

সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাইবান্ধায় যাত্রীবেশে উঠে চালক আব্দুল মজিদকে হত্যা করে চক্রটি। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্প্রতি গাইবান্ধা, বগুড়া, পঞ্চগড়, রংপুর, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর