এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা পিআরএলে যাওয়ায় গত ৩০ ডিসেম্বর চেয়ারম্যান পদটি শূন্য হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
১৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফরহাদুল ইসলাম এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) পদে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া সদস্য (অর্থ) পদটি শূন্য থাকায় ওই পদেও রুটিন দায়িত্বে রয়েছেন তিনি।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা পিআরএলে (অবসরোত্তর ছুটি) যাওয়ায় গত ৩০ ডিসেম্বর চেয়ারম্যান পদটি শূন্য হয়।