শরীয়তপুর জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে কার্যালয়ের চার কর্মচারীর কাছে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র।
আর কেউ যেন এ প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে সতর্ক করে ডিসি কার্যালয়ের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ডিসির নম্বর ক্লোন করে চক্রটি কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট আব্দুল রশিদ, অফিস সহকারী সুমিত্রা রানি দে ও সুজাতা রানি দে এবং উচ্চমান সহকারী মহসীন চৌকিদারে কাছ থেকে টাকা দাবি করে।
এতে বলা হয়, প্রতারক চক্রটি ডিসির অফিশিয়াল মোবাইল নম্বর (০১৭১৫ ১৯৩৮৯৩) ক্লোন করে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে। তাই এ-সংক্রান্ত যেকোনো ফোন কল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনার পুনরাবৃত্তি হলে জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
সতর্কীকরণ বার্তায় আরও বলা হয়েছে, এটি ডিজিটাল জালিয়াতি। এ পদ্ধতিতে এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে প্রতারক চক্র মোবাইল ব্যবহারকারীর নম্বর হুবহু নকল করে অর্থসহ নানা ধরনের সুবিধা দাবি করে।
উচ্চমান সহকারী মহসিন চৌকিদার নিউজবাংলাকে বলেন, ‘শনিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে ডিসির নম্বর থেকে ফোন করে ১০ হাজার টাকা চেয়ে আমাকে নগদের একটি নম্বরে পাঠাতে বলা হয়।
‘বিষয়টি আমার কাছে সন্দেহজনক হওয়ায় সঙ্গে সঙ্গে ডিসি কার্যালয়ের নাজির সেলিম ভাইকে জানাই। বিষয়টি ডিসিকে জানানোর পর তিনি সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন।’
শরীয়তপুর ডিসি পারভেজ হাসান বলেন, ‘একটি অসাধু চক্র এ ধরনের কাজের সঙ্গে দীর্ঘদিন ধরেই লিপ্ত আছে। আমার অফিসের কর্মচারীদের কাছ থেকে অর্থ নেয়ার চেষ্টা করায় আমরা সতর্ক হতে পেরেছি। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
পালং মডেল থানার ওসি (তদন্ত) এস এম আতিক উল্লাহ বলেন, ‘ডিসির নম্বর ক্লোন করে বিভিন্ন লোকের কাছে টাকা দাবি করা হচ্ছে এমন তথ্য পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’