বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেই গেটম্যান পাবেন সম্মাননা

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:১৮

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘লায়েব উদ্দিন স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরে আড়ানী-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ে গেটম্যান হিসেবে কাজ করছিলেন। নিয়োগ না থাকলেও তিনি মানুষের প্রাণ বাঁচাতে এই কাজ করেছেন।’

রাজশাহীর বাঘায় লাল কাপড় উড়িয়ে দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষা করা সেই গেটম্যানকে সম্মাননা দেবে রেলওয়ে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিনের এই কাজ প্রশংসিত হয়েছে। তাকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর দিনক্ষণ ঠিক হয়নি।

অসীম বলেন, ‘লায়েব উদ্দিন স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরে আড়ানী-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ে গেটম্যান হিসেবে কাজ করছিলেন। নিয়োগ না থাকলেও তিনি মানুষের প্রাণ বাঁচাতে এই কাজ করেছেন। তার বিষয়ে জানতে পেরে গত ১ জানুয়ারি থেকে তাকে অস্থায়ী গেটম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

‘এর কয়েকদিন পরই তার বুদ্ধিমত্তায় একটি ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এই কর্মদক্ষতা আমাদের মুগ্ধ করেছে। দুয়েকদিনের মধ্যে রেল কর্তৃপক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হবে।’

বাঘা উপজেলার আড়ানীতে শনিবার সকালে এই ঘটনা ঘটে।

উত্তরা এক্সপ্রেস নামে একটি ট্রেন তিন শতাধিক যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে রাজশাহী আসছিল।

আড়ানী স্টেশনের অদূরে বড়াল নদীর ব্রিজের পশ্চিম পাশে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি শনিবার সকাল ৯টার দিকে জানতে পারেন স্থানীয় গেটম্যান লায়েব উদ্দিন।

লায়েব উদ্দিন বলেন, ‘উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে আসছিল। এ সময় আমি প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভেঙে থাকার বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পারি। ততক্ষণে আড়ানী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে।

‘এ অবস্থায় আমি স্থানীয়দের কাছ থেকে একটি লাল কাপড় সংগ্রহ করে ওড়াতে থাকি। এই সংকেত দেখতে পেয়ে ট্রেনচালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ভাঙা স্থান থেকে প্রায় ৫০০ মিটার আগেই ট্রেনটি থেমে যায়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।’

রেলের জিএম অসিম বলেন, ‘এ ট্রেনটির আগেই সেখান দিয়ে একটি মালবাহী ট্রেন অতিক্রম করে। এ সময়ই সেখানে জোরে শব্দ হয়। পরে সেখানকার ভাঙা লাইন নজরে আসে। গেটম্যান লাল রঙের কাপড় উড়িয়ে ট্রেনটি থামান।

‘রেললাইন ভাঙার কারণে সকাল ৯টা ১২ মিনিট থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

এ বিভাগের আরো খবর