কিশোরগঞ্জের করিমগঞ্জে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
করিমগঞ্জ পৌর মডেল কলেজের সামনে শনিবার দুপুরে প্রাণহানির এ ঘটনা ঘটে।
১৬ বছর বয়সী নিহত ছাত্রীর নাম উর্মি আক্তার। তার বাড়ি উপজেলার সুতারপাড়া গ্রামে। মেয়েটি নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ত।
নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ রানা সোহাগ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ থেকে টিকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল উর্মি। করিমগঞ্জ পৌর মডেল কলেজের সামনে অটোরিকশাটিকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। উল্টো দিকে বসে থাকা মেয়েটি ছিটকে এসে গাড়িটির নিচেই চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আনোয়ার হোসেন জানান, স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।