৫০ মেগাপিক্সেল স্টেলার অটোফোকাস ক্যামেরায় ফোন আনছে ভিভো। ভিভো ভি২৩ই মডেলের স্মার্টফোনটির প্রি-বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রিবুক করা যাবে ফোনটি।
ভিভো ভি২৩ই ফোনটিতে রয়েছে স্টেলার ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। সে সঙ্গে এআই এক্সস্ট্রিম নাইট পোর্ট্রেইট এবং মাল্টি স্টাইল পোট্রেইটের মতো বৈচিত্র্যময় পোর্ট্রেইট মোড যুক্ত হয়েছে ডিভাইসটিতে।
স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার নাইট ক্যামেরা, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি রম।
এক্সটেন্ডেড র্যাম ২.০ প্রযুক্তির কারণে স্মার্টফোনটিতে আরও ৪ জিবি বাড়ানো যাবে ।
অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১২ এর ফোনটির ব্যাটারি ৪০৫০ এমএএইচের, সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।
স্মার্টফোনটি পাওয়া যাবে মুনলাইট শ্যাডো এবং সানশাইন কোস্ট রঙে। এর দাম ২৭ হাজার ৯৯০ টাকা। এই ঠিকানায় গিয়ে প্রি-বুক করা যাবে ফোনটি।