হত্যার ২০ বছর পর কুমিল্লা নগরী থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর রেসকোর্স এলাকার একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
৪৫ বছর বয়সী হাবিবুরের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ২০০২ সালে হোমনার মুন্সিকান্দি এলাকার স্বপনকে কয়েকজন মিলে হত্যা করেন। এ ঘটনায় তার বাবা হাসুমিয়া ১৯ ফেব্রুয়ারি হত্যা মামলা করেন। ২০০৬ সালে আদালত এ ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাদের মধ্যে একজন জেলে, পাঁচজন জামিন নিয়ে পলাতক।
আকন্দ বলেন, ‘হত্যার ঘটনার পর থেকেই হাবিবুর পলাতক ছিলেন। তিনি নিজের নাম পাল্টে রাকিব উল হাসান করেন। এই নামে জাতীয় পরিচয়পত্র বানিয়ে নির্বাচন অফিসের আউটসোর্সিং বিভাগে চাকরি নেন।
‘তিন মাস আগে পুলিশ তার মোবাইল নম্বর জোগাড় করে। এক নারীর মাধ্যমে কৌশলে তাকে ওই আবাসিক হোটেলে ডেকে আনা হয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।’
বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।