দিনের শুরুতে খবর আসে, কক্সবাজারে রাস্তা পার হতে গিয়ে পিকআপচাপায় প্রাণ হারিয়েছেন পাঁচ ভাই। এরপর নানা জেলা থেকে আসতে থাকে সড়কে প্রাণহানির তথ্য। এর মধ্যে নওগাঁয় নিহত হয়েছেন শিশুসহ তিনজন।
৬ জেলায় মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন।
কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাটের ফকিরশাহ এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিন ভাই প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুই ভাই।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন জানান, ১০ দিন আগে মালুমঘাটের সুরেশ শীলের মৃত্যু হয়। তার ৮ ছেলে ও ২ মেয়ে। এক ছেলে আগেই মারা গেছেন।
বুধবার সুরেশের শ্রাদ্ধানুষ্ঠান হবে। এর আগের দিন মঙ্গলবার ভোরে মৃত বাবার জন্য মন্দিরে পূজা দিতে যান ৭ ভাই ও ১ বোনসহ পরিবারটির ৯ সদস্য। মন্দিরে যেতে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।
ঘটনাস্থলেই তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত চারজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিক্যালে ও বোনকে ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুপুরে চট্টগ্রাম মেডিক্যালে মারা যান আরেক ভাই।
নিহতরা হলেন ডা. অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও স্মরণ শীল। তাদের আরেক ভাই রক্তিম শীলের অবস্থাও সংকটাপন্ন।
নওগাঁ
নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাতবাড়িয়া মোড় এলাকায় দুপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের মোটরসাইকেলচালক পিনাকী সরকার এবং দড়িয়াপুর গ্রামের শরিফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মান্দা থেকে বাইকে করে পিনাকী ও শরিফুল রাজশাহীর দিকে যাচ্ছিলেন। সাতবাড়িয়া মোড়ে পৌঁছালে একটি ভটভটির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
সন্ধ্যায় জেলার পত্নীতলা উপজেলায় বাস কাত হয়ে রাস্তার পাশে পড়ে গেলে মারা যায় শিশু জারিফা খাতুন। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।
উপজেলার কাটাবাড়ি মোড়ে বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা হয়।
৬ বছরের জারিফা উপজেলার নতুনহাট এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
থানার ওসি শামসুল আলম শাহ এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে জানান, নওগাঁ সদর থেকে নজিপুরগামী একটি বাস কাটাবাড়ি মোড়ে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা শিশু জারিফা মারা যায়। আহত যাত্রীদের নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নোয়াখালী
জেলার সুবর্ণচর উপজেলায় প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের জসিম উদ্দিন ও নোয়াখালীর সুবর্ণচরের চরআমান উল্যাহপুর গ্রামের জুয়েল চন্দ দাস।
দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে মঙ্গলবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা হয় বলে জানান চরজব্বর থানার ওসি জিয়াউল হক।
প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন জানান, সুবর্ণচরের আল আমিন বাজারের সংযোগ সড়ক থেকে হঠাৎ একটি মোটরসাইকেল সোনাপুর-চেয়ারম্যান ঘাটের মূল সড়কে উঠে পড়ে। সে সময় চেয়ারম্যান ঘাট থেকে যাওয়া অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই বাইক আরোহী জসিম উদ্দিনের মৃত্যু হয়। আহত বাইক আরোহী জুয়েল চন্দ দাসকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিদুর রহমান। মেয়েকে নিয়ে দুপুরে বাজার করতে যাচ্ছিলেন তিনি।
রূপগঞ্জ টেকনিক্যাল কলেজ মোড়ে পৌঁছালে বৈদ্যুতিক খুঁটি বহনকারী ভ্যানের চাপায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির ডন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে থাকা হামিদুরের মেয়ে অক্ষত আছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন বাইসাইকেলচালক ওয়াজেদ আলী। আর বগুড়ার সোনাতলায় সকালে রেলগেট পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন গৃহবধূ রেনু বেগম।