বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাই নিহত

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪২

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন জানান, ১০ দিন আগে সুরেশ শীলের মৃত্যু হয়। তার জন্য পূজা দিতে সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

বাবার শ্রাদ্ধের আগের দিনের কাজে মন্দিরে যাওয়ার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন চার ভাই। আহত হয়েছেন দুজন।

চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল ও চম্পক শীল। তাদের বাড়ি মালুমঘাটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ দিন আগে সুরেশ শীলের মৃত্যু হয়। তার জন্য পূজা দিতে সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ হাসিনাপাড়ার তিনরাস্তার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত তিনজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন।

শাফায়েত হোসেন বলেন, ‘চার ভাইয়ের মরদেহ মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর