ময়মনসিংহের ধোবাউড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে পল্লি দন্ত চিকিৎসক ইন্নছ আলীর বিরুদ্ধে।
ধোবাউড়া থানায় রোববার রাত ৯টার দিকে বাদী হয়ে মামলা করেন ওই শিশুর বাবা।
৬০ বছর বয়সী ইন্নছ আলী উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা এলাকার বাসিন্দা। শিশুটি একই উপজেলার চা বিক্রেতার মেয়ে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যার আগে গোয়াতলা বাজার থেকে শিশুর বাবা তরকারি কিনে তাকে দিয়ে বাড়িতে পাঠিয়েছিলেন। মেয়েটি পল্লি দন্ত চিকিৎসক ইন্নছ আলীর দোকানের সামনে গেলে বৃষ্টি শুরু হয়। তখন শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন ইন্নছ। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।’
ওসি বলেন, মামলার পর থেকেই পালিয়েছেন গ্রামের এই দন্ত চিকিৎসক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।