চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার ফাঁকে পুলিশের হাত থেকে জাকির হোসেন নামে এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন।
উপজেলার বাকিলা পূর্ব বাজার জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ হাতকড়া উদ্ধার করলেও আসামিকে ধরতে পারেনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ রোববার দুপুরে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামি পালিয়ে যেতে সহায়তার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, পলাতক জাকির হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ ১৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বাকিলা গ্রামের মনির হোসেন গাজী বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন শুক্রবার বেলা ১১টায় বাকিলা পূর্ব বাজার জামে মসজিদে তার জানাজা হয়। সেই জানাজায় হাজীগঞ্জ থানার এসআই মোজাম্মেল ফোর্স নিয়ে মাদক মামলার কয়েকজন আসামিকে ধরতে যান।
জানাজা শুরুর আগ মুহূর্তে এসআই মোজাম্মেল মাদক মামলার আসামি জাকিরকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানার উদ্দেশে রওনা হন। এ সময় স্থানীয়দের অনুরোধে তিনি জাকিরকে জানাজা পড়ার সুযোগ দেন। জানাজার ফাঁকে জাকির তার সহযোগীদের সহায়তায় হাতকড়াসহ পালিয়ে যান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি হারুন জানান, আসামি পালানোর কয়েক ঘণ্টার মধ্যে হাতকড়াটি পাশের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
তিনি বলেন, ‘আসামি পালিয়ে যেতে সাহায্য করায় ওই দিনই ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’