কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু নিয়ে আসা-যাওয়ার সময় ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ জনের নামে আশরাফুল ইসলাম নামের এক কৃষক রৌমারী থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, ১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ভারত থেকে গরু ও ইয়াবা আনার সময় চোরাকারবারিরা তার ক্ষেতের ভুট্টা গাছ কেটে রাস্তা করে। তার দুই একর ক্ষেত তারা নষ্ট করেছে। লুকানোর জন্য ক্ষেতের মাঝে চোরাকারবারিরা গর্তও করেছে।
আশরাফুল নিউজবাংলাকে বলেন, ‘বিঘা প্রতি আমি ৩০ হাজার টাকা খরচ করে ভুট্টা চাষ করেছি। প্রতি বিঘায় আড়াই মণ ফলন হতো। চোরাকারবারিরা আমার ভুট্টা গাছ কেটে রাস্তা করে সেদিক দিয়ে পালিয়েছে।
‘তাদের জন্য সীমান্তের জমিতে আমরা ঠিকমতো আবাদ করতে পারি না। বাধ্য হয়ে লিখিত অভিযোগ দিয়েছি থানায়।’
আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, ‘গরু পাচারকারীদের জন্য আবাদ করবার পাবাইছিনা (পারছি না)। হামরা কৃষক অতিষ্ঠ হয়া গেছি। ভুট্টা, সরিষাসহ মেলা জমির ফসল নষ্ট হয়া যায় রাতে পাচারের সময়। এলাকার প্রায় ৮ থেকে ১০ জন কৃষকের তিন একর ফসলি জমি নষ্ট হয়া গেছে।’
একই অভিযোগ জাইদুল ইসলামের। তিনি বলেন, ‘আমি ভুট্টা চাষ করছি। গাছও বড় বড় হইছে। চোরাকারবারিরা গরু-মাদক নিয়া আইসা আমার ভুট্টা ক্ষেত নষ্ট করি ফেলাইছে। বিজিবিরে কই, তামরা (তারা) কিছুই কয় না। সরকারও কোনো পদক্ষেপ নেয় না। এভাবে ক্ষতি হইলে তো আবাদই হবে না।’
ওসি মোন্তাছের জানান, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।