চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
উপজেলার জঙ্গলসলিমপুর এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক পাঁচজন হলেন রফিকুল ইসলাম মালু, সিরাজুল ইসলাম, মো. হাসান, জামাল শেখ ও মিজানুর রহমান কদর।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৭ ডিসেম্বর সীতাকুণ্ড থেকে হত্যা ও ধর্ষণসহ ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে আবারও তার আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে র্যাব।
আটকের পর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের সময় মশিউরের ছেলে শিবলুর নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক র্যাবের ওপর হামলা চালায়। তারা র্যাবের দিকে গুলি করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। এরপর অস্ত্রধারীরা পালিয়ে যায়।
নুরুল আবছার জানান, ঘটনাস্থল থেকে ১০টি দেশি আগ্নেয়াস্ত্র, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ছোরা, ২২টি গুলি, মিলিটারি পোশাক, মিলিটারি গেজেট ও মিলিটারি বাইনোকুলার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সরকারি জমি দখল করে প্লট আকারে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে রফিকুল ইসলাম মালুর নামে একটি ও বাকিদের নামে একাধিক মামলা আছে। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সবাইকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হবে।’