‘আত্মহত্যা রোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা’ প্রতিপাদ্য সামনে রেখে আত্মহত্যা রুখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করেছেন একদল শিক্ষার্থী। এ সময় আত্মহত্যা রুখে দেয়ারও শপথও করেন তারা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি হয়। কর্মসূচির আগে শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি র্যালিও করে সংগঠনটি।
কর্মসূচি থেকে প্রিয়জন এবং আশপাশের মানুষের প্রতি যত্নশীল হওয়া, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কারও কঠিন পরিস্থিতিতে, একাকিত্বে ও মন খারাপে তার সঙ্গী হওয়া এবং কাউকে দোষারোপ, উপহাস ও বিদ্রূপ করা থেকে সম্পূর্ণভাবে বিরত থেকে শান্তিময় পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান আয়োজকরা।
অনুষ্ঠানের শুরুতে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, ‘আমরা দেখছি আত্মহত্যার হার ধারাবাহিকভাবে বাড়ছে। আত্মহত্যা ঠেকাতে অন্যদের পাশাপাশি আমাদের তরুণদেরও ভূমিকা রাখতে হবে। সারা দেশের শিক্ষার্থী ও তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করতেই আমাদের আজকের এই উদ্যোগ।’
আঁচল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামিরা আক্তার সিয়াম বলেন, ‘আঁচলের জরিপে উঠে এসেছে, বেশির ভাগ শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ক্যারিয়ারকেন্দ্রিক দুশ্চিন্তা, সম্পর্কগত কারণ, আর্থিক সমস্যা, মাদকাসক্তি, পারিবারিক সমস্যাসহ আরও বেশ কিছু কারণেও তারা আত্মহত্যা করেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান শান্তা তাওহীদা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথগ্রহণের আগে শান্তা তাওহীদা বলেন, ‘প্রত্যেক মানুষেরই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া অত্যন্ত জরুরি। এ কাজটি আমাদের করার কথা ছিল, কিন্তু আমাদের সমাজের তরুণরা এর গুরুত্ব উপলব্ধি করে এই উদ্যোগটি গ্রহণ করেছে। এ ধরনের গবেষণা এবং উদ্যোগ আরও বেশি বেশি নেয়া উচিত।’
আঁচল ফাউন্ডেশন তরুণদের একটি সংগঠন, যা মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। শিক্ষাজীবন থেকে শুরু করে জীবনের বিভিন্ন পর্যায়ে তরুণরা যেসব কারণে হতাশায় ভোগে আর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, সেসব দিক বিবেচনায় আঁচল ফাউন্ডেশন বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে।