বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জানাজা শেষে বাড়ির পথে বিচারপতি নাজমুল আহাসানের মরদেহ

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২৫

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অসংখ্য আইনজীবী অংশ নেন।

আপিল বিভাগে নিয়োগ পেলেও শপথ নেয়ার আগেই মারা যাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মরদেহ তার গ্রামের বাড়ি বরিশালের হিজলায় নিয়ে যাওয়া হচ্ছে।

তার আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার জানাজা শেষ হয়েছে।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অসংখ্য আইনজীবী অংশ নেন।

সুপ্রিম কোর্টে জানাজায় বিচারপতি নাজমুল আহাসানের ছেলে তাঈম হাসান প্রান্তসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে ৬টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল আহাসান।

বিচারপতি নাজমুল আহাসানকে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথের পর থেকে তার সেই নিয়োগ কার্যকর হওয়ার কথা। তবে সে শপথ তিনি আর নিতে পারেননি।

বিচারক এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

তিনি ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৪ সালে তিনি হাইকোর্টে এবং ২০০৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

তার জন্ম ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি।

এ বিভাগের আরো খবর