সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে মৃত্যু হয় করোনাভাইরাসে আক্রান্ত এ বিচারকের।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মাদ সাইফুর রহমান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
গত ৮ জানুয়ারি নাজমুল আহাসান আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। ৯ জানুয়ারি আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়। সে দিনই বিকেলে তার শপথ নেয়ার কথা ছিল, তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শপথে উপস্থিত হতে পারেননি তিনি।
এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিচারপতি নাজমুল আহাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।