চাঁদপুরের মতলবে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
মতলব দক্ষিণের আড়ং বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাইক্রোবাসটি মতলব থেকে চাঁদপুর সদরের দিকে যাচ্ছিল। আড়ং বাজার এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া অটোরিকশার সঙ্গে এর সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন।
আহতদের হাসপাতালে নেয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত পপি আক্তার নামে একজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন পশ্চিত শ্রীরামদীর হানিফ বেপারী, নতুন বাজারের নূপুর বেগম ও জসীম উদ্দিন মোল্লা।
হতাহতরা অটোরিকশায় ছিলেন বলেও জানান ওসি।