ব্লেন্ডেড এডুকেশনের জাতীয় নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলোয় অনেক শিক্ষার্থী থাকবে, যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবে। তারা হয়তো সশরীরে ক্লাসরুমে আসতে পারবে না। এ কারণে আমাদের ব্লেন্ডেড এডুকেশনে থাকতে হবে।
‘ব্লেন্ডেড এডুকেশনের জাতীয় নীতিমালা আমরা তৈরি করছি। এর সঙ্গে ইউজিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যরাও যুক্ত আছেন।’
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান বলেন, ‘শিক্ষকরাই আমাদের অনুপ্রেরণার আসল জায়গা। এ কারণে আমরা উদ্যোগ নিতে চাই দ্রুত আইসিটি ও প্যাডাগোজি প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দিতে। যাতে দেশের প্রায় সব শিক্ষককে আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, সিইডিপির প্রকল্প পরিচালক ডা. এ কে এম মুখলেছুর রহমানসহ আরও অনেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় একসঙ্গে দুটি ব্যাচে আট সাবজেক্টে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মোট ৩০১ জন শিক্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।