বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার নিউজবাংলাকে বলেন, ‘ওনার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিক তেমন কোনো জটিলতা নেই। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।’
সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২০ সালেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার নিউজবাংলাকে বলেন, ‘ওনার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিক তেমন কোনো জটিলতা নেই। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।’
রুমিন ফারহানার মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় একটু বেশি সতর্কতা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।