বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেম্পোতে মিনিবাসের ধাক্কা, স্কুলছাত্রসহ নিহত ২

  •    
  • ২ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪৪

এসআই মতিউজ্জামান জানান, নিহতদের পরিবার মামলা করতে অনিচ্ছুক। তাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিনিবাসের ধাক্কায় টেম্পোতে থাকা শিশুসহ দুজন নিহত হয়েছেন।

মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন টেম্পোযাত্রী ৫৪ বছর বয়সী মারুফা বেগম। তার বাড়ি কড্ডা নান্দুন এলাকার। নিহত ১২ বছরের মো. লিমন একই এলাকার নুর আলমের ছেলে। সে নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এসআই মতিউজ্জামান জানান, সকালে টেম্পোটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ী এলাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাস টেম্পোটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা আহত অবস্থায় লিমন ও মারুফাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মারুফাকে হাসপাতালে ভর্তি রাখেন।

পরে মারুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় মারা যান তিনি।

নিহতদের পরিবার মামলা করতে অনিচ্ছুক। তাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই।

এ বিভাগের আরো খবর