পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।
নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকার ঘুটাবাছা নামক স্থানে বুধবার সকাল ৮টার সময় এ ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ১৪ বছর বয়সী বাইজিদ হোসেন নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুস আলীর ছেলে। ৪৭ বছর বয়সী সেলিম মিয়ার বাড়িও একই এলাকায়।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতাল থেকে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে বাসটি ঢাকা থেকে আসতে দেরি হয়েছে। তা ছাড়া ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
ওসি জসিম উদ্দিন জানান, ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার রাতে যমুনা লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৮৫২১) নামের বাস কুয়াকাটার উদ্দেশে ছেড়ে যায়। পথে ঘুটাবাছা এলাকায় ইজিবাইকটিকে বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী।
পরে পুলিশ বাসটি জব্দ করলেও চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।
ওসি আরও জানান, বর্তমানে মরদেহ দুটি কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।