নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন ভবনের মালিককে গুলি করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। ভবন নির্মাণের কাজ না দেয়া ওই ঠিকাদার তাকে গুলি করেছেন বলে অভিযোগ করেছেন গুলিবিদ্ধ রহমত উল্যাহর স্বজনরা।
উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সেখানেই চলছে রহমতের ভবনের কাজ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রহমতকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রহমত উল্ল্যাহর ওই ভবনের ইলেক্ট্রিক্যাল কাজ নিতে চান ঠিকাদার মো. ফরহাদ। তাতে রাজি হননি রহমত। এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ তার লোকজন নিয়ে মঙ্গলবার দুপরে ভবনের সামনে যান। তিনি রহমতের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করেন।
খবর পেয়ে রহমতের স্বজনরা গিয়ে রহমতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঠানো হয় ঢাকায়।
রহমতের ভাই আবদুর রব এ ঘটনায় ফরহাদসহ ৬ জনের নামে হত্যাচেষ্টার মামলা করেছেন বলেও জানান ওসি।