নীলফামারীর ডিমলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আরিফ বিজিবি-৫১ ব্যাটালিয়নের সিপাহি।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির পিকআপ ভ্যানটি থানারহাট ক্যাম্প থেকে রংপুরের দিকে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস একে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে আরিফ আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক বিশ্বদেব আরও জানান, বাস ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।