বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ডিবি পরিচয়ে ছিনতাই’: আসামিদের ওয়াকিটকি নিয়ে চলছে তদন্ত

  •    
  • ৩১ জানুয়ারি, ২০২২ ১৭:৪৯

রাজশাহী নগরীর শিরোইলের বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শনিবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় মাভেল ইসলাম ও তার ভাই নেহাল ইসলামকে। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি জব্দ করা হয়। সেগুলো পুলিশের ব্যবহারের ওয়াকিটকি কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

রাজশাহী নগরীতে পুলিশ সেজে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই ভাইয়ের কাছ থেকে জব্দ করা ওয়াকিটকি নিয়ে মহানগর পুলিশে চলছে তোলপাড়। পুলিশ বলছে, সেগুলো পুলিশের ব্যবহার করা ওয়াকিটকির মতোই। গুঞ্জন উঠেছে, গ্রেপ্তার দুইজন পুলিশের সোর্স।

তাদের কাছে ওয়াকিটকিগুলো কীভাবে গেল, সেগুলো আসল কি না- তা তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশের উচ্চ পর্যায়ের একটি দল।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর শিরোইলের শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শনিবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় মাভেল ইসলাম ও তার ভাই নেহাল ইসলামকে। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি জব্দ করা হয়।

মাভেল ও নেহালের বাড়ি নগরের শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায়। তাদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলায় বলা হয়, শনিবার সকালে রাজশাহীর কর্ণহার এলাকার তরিকুল ইসলাম ঢাকা থেকে বাসে করে গিয়ে শিরোইল বাসস্ট্যান্ডে নামেন। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তরিকুলকে টেনেহিঁচড়ে টার্মিনালের ভেতরে নিয়ে যান মাভেল ও নেহাল।

অভিযোগ করা হয়, তল্লাশির নামে তার কাছ থেকে ৬ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেন ওই দুইজন। গাঁজা ও ইয়াবা পাওয়া গেছে বলে ভয় দেখিয়ে তরিকুলের কাছে আরও টাকা চাওয়া হয়। মাদক মামলা দেয়ারও হুমকি দেন তারা।

তরিকুল জানান, নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইলে ওয়াকিটকি বের করে তাকে থানায় চালান দেয়ার ভয়ও দেখান দুই ভাই। এ সময় আশপাশের লোকজন ভিড় করে। জটলা দেখে বোয়ালিয়া মডেল থানা পুলিশের টহল দল সেখানে যায়। তাদের দেখে পালানোর চেষ্টা করেন মাভেল ও নেহাল। তখনই তাদের আটক করা হয়।

নগর পুলিশের একটি সূত্র জানায়, মাভেল ও নেহাল নগরের একটি থানার এক ওসি ও এসআইয়ের সোর্স হিসেবে পরিচিত।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ওয়াকিটকি পাওয়ার ঘটনায় তাদের শনিবার দিনভর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগকারী তরিকুল তাদের নামে ছিনতাইয়ের মামলা করেন। রিমান্ডে পেতে তাদের রোববার দুপুরে আদালতে তুলে আবেদন করা হয়। তবে আদালত তাদের কারাগারে পাঠায়। রিমান্ডের শুনানীর তারিখ এখনও জানানো হয়নি।

ওসি আরও জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

মহানগর পুলিশ কর্মকর্তা গোলাম রুহুল কুদ্দুস জানান, জব্দ ওয়াকিটকিদুটি যাচাই-বাছাই করতে নগর পুলিশের একটি উচ্চ পর্যায়ের দল কাজ করছে। সেগুলো আদৌ কার্যকর ওয়াকিটকি কি না খতিয়ে দেখা হচ্ছে। আর কার্যকর হলে সেগুলো তাদের হাতে কীভাবে গেল তা জানতেও কাজ চলছে।

এ বিভাগের আরো খবর