জজ মিয়া বলেন, ‘আমি চার থেকে পাঁচবার চেষ্টা করেছি। আঙুলের ছাপ মেলে না তাই ভোট দিতে পারিনি। আমাদের তিনজনের একই ঘটনা ঘটেছে।’
কুমিল্লার মুরাদনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে দাঁড়ানো চার প্রার্থীর মধ্যে তিনজনই আঙুলের ছাপ না মেলায় নিজেদের ভোট দিতে পারেননি।
মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনারামপুর কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে।
ওই তিন সদস্য প্রার্থী হলেন আপেল প্রতীকের জসিম উদ্দিন জজ মিয়া, তালা প্রতীকের আমির হোসেন ও মোরগ প্রতীকের মো. সোহেল।
জজ মিয়া নিউজবাংলাকে বলেন, ‘আমি চার থেকে পাঁচবার চেষ্টা করেছি। আঙুলের ছাপ মেলে না তাই ভোট দিতে পারিনি। আমাদের তিনজনের একই ঘটনা ঘটেছে।’
প্রিসাইডিং কর্মকর্তা মনিরুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। আঙুলের ছাপ না মিললে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতাবলে ওই তিন প্রার্থীর ভোটের ব্যবস্থা করা হবে।’