সকাল ৯টায় ভোটের লাইনে এসে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা আম্বিয়া বেগম। দুপুর ১২টা পর্যন্ত ভোট দিতে পারেননি তিনি।
ক্ষোভ প্রকাশ করে আম্বিয়া বলেন, ‘তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যাওয়ার জন্য ঘরের কাজ ফেলে সকালেই এসেছিলাম। কিন্তু তিন ঘণ্টা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারিনি। লাইন এগুচ্ছেই না।’
সোমবার দুপুরে সিলেটের ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় আম্বিয়া বেগমের সঙ্গে।
এই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট দিয়ে এসেছেন খলিল মিয়া। তিনিও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন।
খলিল বলেন, ‘ইবার মেশিনে ভুট অর। মেশিনোর লাগি দেরি অর। আবার আঙুলোর ছাপ তিনবারে মিলাইতে অইছে। সবোর অউ অলান সমস্যা করের। একটা ভোট দিতে ৪/৫ মিনিট লাগি যার।’
ষষ্ঠ ধাপে সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ভোট হচ্ছে। এ ধাপে সিলেটের সব কেন্দ্রতেই ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও সবজায়গায় ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। ইভিএমের কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের ওসমানীনগর উপজেলার ৬ নম্বর তাজপুর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের হরিনগর বিদ্যালয় কেন্দ্রের এক প্রার্থীর এজেন্ট কাইয়ুম আহমদ বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট দিতে গিয়ে নারীদের বেশি সমস্যা হচ্ছে। তারা মেশিনে টিপ দিতে একাধিকবার টিপ দিচ্ছেন। তা ছাড়া অনেকের আঙুলের ছাপ চিহ্নিত করতে পারছে না ইভিএম।’
সিলেটের ভোট হওয়া ৩টি ইউনিয়নের ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সব কেন্দ্রেই ভোটগ্রহণে ধীরগতি। প্রতি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটার আজিজুল ইসলাম বলেন, ‘ঘণ্টায় ৫০ জনও ভোট দিতে পারছেন না এখানে। এভাবে চললে নির্ধারিত সময়ের মধ্যে অর্ধেক ভোটও নেয়া সম্ভব হবে না।’
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সায়েক আহমদ বলেন, ভোটাররা ইভিএমে ভোট দিতে অভ্যস্ত না হওয়ায় তাদের কিছুটা দেরি হচ্ছে। বিশেষত নারী ও বৃদ্ধদের আঙুরে ছাপ মেলাতে সমস্যা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছি।’
সিলেটের ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৬২ জন।
১৫টি ইউনিয়নের মধ্যে রয়েছে- দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।