বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেব পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল ৮টায় কর্মবিরতি শুরু করে টঙ্গীর বাদাম এলাকার এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নৌকায় তুরাগ নদ পার হয়ে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল ওই সড়কে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহ আলম বলেন, ‘সকাল ৮টা থেকে ওই কারখানার ৮শ শ্রমিক ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা নৌকায় নদী পার হয়ে সকাল সাড়ে ৯টায় টঙ্গী-আশুলিয়া ধউর ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে ১০ থেকে ১৫ জনের একটি প্রতিনিধিদল নিয়ে কারখানায় যাই।’
কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
শ্রমিক রহমান বলেন, ‘কারখানার প্রায় ৮শ’ শ্রমিকের ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে অবরোধ করেছে শ্রমিকরা।’
টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। মালিকপক্ষ আজই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দেয়ার কথা জানিয়েছে।