বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেলেন অফ ফরিদপুর!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জানুয়ারি, ২০২২ ১৮:৩২

নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া জানান, ‘আ’ আদ্যাক্ষরের সেই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও এ রকম দুই নারীকে এভাবে নিয়ে আসার অভিযোগ আছে। এর একটি ঘটনায় মামলা হয়েছে, অন্য একটি ঘটনা সালিশে মীমাংসা হয়েছে।

গ্রিসের পৌরাণিক কাহিনি হেলেন অফ ট্রয়ের মতো ঘটনা।

স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে এসেছিলেন ট্রয়ের রাজপুত্র প্যারিস। এ নিয়ে দুই পক্ষে যুদ্ধ, পরিণতিতে ধ্বংস হয়ে যায় সমৃদ্ধ ট্রয় নগরী।

ফরিদপুরের নগরকান্দায় এভাবেই অন্যের স্ত্রীকে প্রেমের টানে নিয়ে আসা নিয়ে দুই পক্ষে ব্যাপক মারামারি হয়ে গেল।

তবে স্থানীয় জনপ্রতিনিধি মধ্যস্থতা করার পর পানি বেশি দূর গড়ায়নি। সালিশের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে বউকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। সেটি করতে না পারলে প্রেমিকের বাবাকে জরিমানা দিতে হবে ৫ লাখ টাকা।

রোববার বিকেলে কাইচাইল ইউনিয়ন পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সালিশকারীদের একজন নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া জানান, ‘শা’ আদ্যাক্ষরের স্ত্রীকে প্রায় এক মাস আগে ভাগিয়ে নিয়ে যান একই গ্রামের ‘আ’ আদ্যাক্ষরের একজন।

জিয়া জানান, ‘আ’ আদ্যাক্ষরের সেই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও এ রকম দুই নারীকে এভাবে নিয়ে আসার অভিযোগ আছে। এর একটি ঘটনায় মামলা হয়েছে, অন্য একটি ঘটনা সালিশে মীমাংসা হয়েছে।

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে গত ২৬ জানুয়ারি কথা-কাটাকাটির একপর্যায়ে কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজারের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক পর নগরকান্দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে অন্তত ২৭ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তিনজকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এই সংঘর্ষের ভিডিও এরই মধ্যে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জিয়া জানান, ‘আ’ আদ্যাক্ষরের সেই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও এ রকম দুই নারীকে এভাবে নিয়ে আসার অভিযোগ আছে। এর একটি ঘটনায় মামলা হয়েছে, অন্য একটি ঘটনা সালিশে মীমাংসা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান জানান, শুক্র ও শনিবার এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে ঘটনায় একটি মামলাও করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্ত্রীর চলে যাওয়ার বিষয়ে ‘শা’ আদ্যাক্ষরের সেই ব্যক্তি নিউজবাংলাকে বলেন, ‘সে আমার স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। আমার স্ত্রী সেই সময় তিন ভরি গয়না এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।

‘সে এর আগেও ভাঙ্গা থেকে একটি নারীকে একইভাবে ভাগিয়ে নিয়ে এসে সব টাকা আত্মসাৎ করে ওই মেয়েকে তাড়িয়ে দেয়। সে ঘটনায় সমাধান হয়।’

এ বিভাগের আরো খবর