নেত্রকোণার পূর্বধলায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী গ্রামের নিহত নজরুল ইসলাম খানের স্ত্রী হেলেনা আক্তার শনিবার সন্ধ্যায় তিনজনের নামে ও অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
আসামিদের নাম প্রকাশ করেননি পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি নিউজবাংলাকে জানান, ঔটি বহুলী গ্রামের একটি জমি নিয়ে সাবেক ইউপি সদস্য নজরুলের সঙ্গে একই গ্রামের আব্দুস সালামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমি নিয়ে তাদের মধ্যে মামলাও চলমান।
আব্দুস সালাম লোকজন নিয়ে শনিবার সকাল ৯টার দিকে ওই জমিতে ধান লাগাতে গেলে নজরুলের ছোট ভাই বজরুল বাধা দেন। এ সময় সালামের ছোট ভাই মোফাজ্জল হোসেন ও তার ছেলে স্বাধীন কোদাল দিয়ে কুপিয়ে বজলুরকে গুরুতর জখম করেন।
ওসি আরও জানান, বজলুরের ওপর হামলার খবর পেয়ে নজরুল লোকজন নিয়ে সেখানে গেলে তার ওপরও হামলা চালানো হয়। আহত দুই ভাইকে স্থানীয়রা প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
দুপুরের দিকে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে আর বজলুরকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ওসি বলেন, ‘নজরুলের স্ত্রী সন্ধ্যায় তিনজনের নামে ও অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।’