মানিকগঞ্জে বাসের চাপায় অটোরিকশার দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন অটোরিকশাচালক জাহিদ মিয়া ও যাত্রী মো. রহমান।
নিহত ৩০ বছর বয়সী জাহিদ মিয়ার বাড়ি হরিরামপুরের হাপানিয়া এলাকায়। ২৫ বছর বয়সী মো. রহমান ও ২৬ বছর বয়সী আব্দুর রাজ্জাক একই গ্রামের বাসিন্দা। তারা পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ কর্মকর্তা রিয়াদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে পাটুরিয়াগামী কমফোর্ট লাইনের একটি যাত্রী বাস ইউটার্ন নেয়ার সময় এক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক জাহিদ ও যাত্রী রহমান নিহত হন। গুরুতর অবস্থায় আরেক যাত্রীকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
তিনি আরও বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে চালককে আটক করে পুলিশ। হেলপারকে আটকের চেষ্টা চলছে।’
এ ঘটনায় শিবালয় পুলিশ ফাঁড়িতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইনচার্জ রিয়াদ।