ছোট্ট তৃষা, বয়স ৯ ছুঁইছুঁই। পড়ে তৃতীয় শ্রেণিতে। মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস কেড়ে নেয় তার জীবনপ্রদীপ। মায়ের চোখের সামনেই বাসের চাকায় পিষ্ট হয় সে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে ঘটে এ ঘটনা।
তৃষা আক্তার দক্ষিণ বাঁশবাড়িয়ার হাজীপাড়া এলাকার নূরনবীর মেয়ে।
তৃষার মা জোহরা খাতুন নিউজবাংলাকে বলেন, ‘আমি আমার মেয়েটারে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলাম৷ হাজীপাড়ায় রাস্তা পার হওয়ার সময় চোখের সামনে বাস আমার বুকের মানিকটারে পিষা দিল। বাসটারে কেউ ধরতে পারে নাই। চোখের সামনে আমার মেয়েটা মইরা গেল, আমি বিচার চাই।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাস তৃষাকে চাপা দিয়ে চলে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখনও হাসপাতালে রয়েছে।’
বারোআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘গাড়িটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই শিশুর পরিবার মামলা করলে দোষীদের আইনের আওতায় আনা হবে।’