বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্নীতিতে বাংলাদেশ ১৩তম

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২২ ১২:০২

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-এ এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। তবে স্কোর আগের মতোই, ২৬।

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য জানায়।

বিশ্বের ১৮০টি দেশের ২০২১ সালের দুর্নীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে ভালো অবস্থানে থাকা বা ওপরের দিক থেকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৪৭তম। ২০২০ সালে এই অবস্থান ছিল ১৪৬তম।

নিচের দিক থেকে এবার অবস্থান ১৩তম। ২০২০ সালের পরিস্থিতি বিবেচনায় এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। আর ১০০ নম্বরের মধ্যে গত তিন বছরের মতো এবারও বাংলাদেশের স্কোর ২৬।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। আর সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। আর এশিয়ার মধ্যেও বাংলাদেশের অবস্থান ১৩তম।

দুর্নীতি নিয়ন্ত্রণের দিক থেকে বাংলাদেশের অবস্থান খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা ভালোও করিনি, খারাপও করিনি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যাদের হাতে দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব, তাদের একটি বড় অংশ সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক আর প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, তারা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যক্তিগত ফায়দা আদায়ের জন্য ব্যবহার করেন। জনকল্যাণে কেউ কাজ করেন না।’

টিআইবির নির্বাহী পরিচালক জানান, দুর্নীতির ধারণা সূচকের গবেষণায় পৃথিবীর কোনো দেশই ১০০-তে ১০০ স্কোর পায়নি। অর্থাৎ কম-বেশি পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে। পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।

বাংলাদেশের ক্ষেত্রে আটটি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান।

২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল বাংলাদেশ। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থার উন্নতি হতে থাকে। তবে গত চার বছর ধরে স্কোরে উন্নতি হচ্ছে না।

এ বিভাগের আরো খবর