বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার করোনায় স্বাদ-গন্ধ স্বাভাবিক, কেন?

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ২৩:৫৬

চিকিৎসকরা বলছেন, এটি করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে হয়ে থাকতে পারে। কারণ বর্তমানে করোনা আক্রান্তদের শারীরিক সমস্যার সঙ্গে আগে আক্রান্তদের সমস্যার বেশ কিছু পার্থক্য দেখা যাচ্ছে। এক্ষেত্রে নতুন কিছু বৈশিষ্ট্যও লক্ষ্য করা যাচ্ছে। তবে রোগীদের মধ্যে এমন পার্থক্য ওমিক্রনের কারণেই কি না সুনির্দিষ্টভাবে তা জানতে গবেষণা প্রয়োজন।

গণমাধ্যমকর্মী মুস্তাফিজ রহমান ছয় মাসের ব্যবধানে দু’বার করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমবার করোনা আক্রান্ত হলে অন্যান্য উপসর্গের মতো মুখে স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না তিনি। সুস্থ হওয়ার চার মাস পর আবার করোনা আক্রান্ত হন তিনি। অন্যান্য উপসর্গ থাকলেও এবার মুখের স্বাদ ও গন্ধ চলে যায়নি। স্বাভাবিক সময়ের মতোই তিনি খাওয়া-দাওয়া করতে পারছেন।

মুস্তাফিজের সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তার স্ত্রী। একই অবস্থা তারও- অন্যান্য জটিলতা থাকলেও স্বাদ-গন্ধ অটুট আছে।

চলমান তৃতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হয়েছেন আরেক গণমাধ্যমকর্মী ইয়াসমিন। করোনা শনাক্ত হওয়ার তিন দিনের মাথায় কোমর ও পায়ের পাতায় ব্যথা অনুভব করছেন তিনি। এ ছাড়া তেমন কোনো জটিলতা নেই। স্বাদ-গন্ধও আছে স্বাভাবিক সময়ের মতোই।

বিষয়ে নিয়ে করোনা আক্রান্ত একাধিক রোগীর সঙ্গে কথা বলেছে নিউজবাংলা। তাদের বড় একটি অংশেরই বক্তব্য- শারীরিক অন্যান্য জটিলতা থাকলেও মুখের স্বাদ ও গন্ধ চলে যায়নি।

চিকিৎসকরা বলছেন, এটি করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে হয়ে থাকতে পারে। কারণ বর্তমানে করোনা আক্রান্তদের শারীরিক সমস্যার সঙ্গে আগে আক্রান্তদের সমস্যার বেশ কিছু পার্থক্য দেখা যাচ্ছে। এক্ষেত্রে নতুন কিছু বৈশিষ্ট্যও লক্ষ্য করা যাচ্ছে। তবে রোগীদের মধ্যে এমন পার্থক্য ওমিক্রনের কারণেই কি না সুনির্দিষ্টভাবে তা জানতে গবেষণা প্রয়োজন।

আইসিডিডিআর,বি-র এক গবেষণায় দেখা গেছে, জানুয়ারির প্রথম দুই সপ্তাহে তাদের ল্যাবরেটরিতে এক হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৮ শতাংশই ছিল করোনায় আক্রান্ত। আর আক্রান্তদের মধ্যে ওমিক্রন ছিল ৬৯ শতাংশের দেহে।

গবেষণা সংস্থাটি জানায়, বাংলাদেশে ৬ ডিসেম্বর ওমিক্রন প্রথম শনাক্ত করা হয়। তবে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ১১ ডিসেম্বর। ওই মাসেই আইসিডিডিআর,বির ল্যাবে পরীক্ষা করা ঢাকা শহরের ৭৭ জন করোনা রোগীর মধ্যে পাঁচটিতে ওমিক্রন শনাক্ত হয়। অন্যগুলো ছিল ডেল্টা ধরন।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যত নমুনা পরীক্ষা করা হয়েছে তার ৩২ দশমিক ৩৭ শতাংশে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। গত বছর দেশের ইতিহাসে পরীক্ষার বিপরীতে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় শাটডাউন চলাকালে, ২৪ জুলাই। শনাক্তের ওই হার ছিল ৩২ দশমিক ৫৫।

করোনা আক্রান্তদের মুখে স্বাদ ও গন্ধ না থাকলেও ওমিক্রন আক্রান্তদের স্বাদ ও গন্ধ থাকছে বলে জানিয়েছেন বিদেশি সংক্রামক বিশেষজ্ঞ ড. ক্যাথারিন পোহলিং। তিনি বিদেশি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরনে রোগীরা গন্ধ ও খাবারের স্বাদ হারালেও ওমিক্রনের ক্ষেত্রে এমনটা হচ্ছে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, করোনার নতুন ধরন সংক্রমণে নতুন কোনো উপসর্গ যুক্ত হয়েছে কি না সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। দেশে এ ধরনের কোনো গবেষণাও হয়নি। দেশে এ পর্যন্ত ওমিক্রন ধরনে কতজন আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো গবেষণাও নেই। অনেকেই নিজেদের মতো করে অনুমান করে ওমিক্রনের বিস্তার নিয়ে তথ্য দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নেব্রাস্কা অঙ্গরাজ্যে আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পাঁচজন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হন। তাদের মাঝে চারজন প্রথমবার আক্রান্ত হওয়ার পর মুখের স্বাদ ও গন্ধ হারিয়েছিলেন। কিন্তু ওমিক্রন আক্রান্ত হয়ে তারা গন্ধ ও স্বাদ হারাননি।

এদিকে নরওয়ের এক ক্রিসমাস পার্টি থেকে ৮১ জন ওমিক্রনে আক্রান্ত হয়। তাদের সবারই পূর্ণ ডোজ প্রতিষেধক টিকা দেয়া ছিল। আক্রান্তদের মধ্যে ১২ শতাংশ গন্ধ নেয়ার অনূভুতি কমে যায়। ৩২ শতাংশের স্বাদের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

তবে ওমিক্রনে আক্রান্তরা মুখের স্বাদ-গন্ধ হারান না অটুক থাকে তা নিয়ে বাংলাদেশে তেমন কোনো গবেষণা হয়নি।

দেশসেরা ভাইরাস বিশেষজ্ঞদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম। তিনি নিউজবাংলাকে বলেন, করোনার নতুন ধরন সংক্রমণে নতুন কোনো উপসর্গ যুক্ত হয়েছে কি না সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। দেশে এ ধরনের কোনো গবেষণাও হয়নি। দেশে এ পর্যন্ত ওমিক্রন ধরনে কতজন আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো গবেষণাও নেই। অনেকেই নিজেদের মতো করে অনুমান করে ওমিক্রনের বিস্তার নিয়ে তথ্য দিচ্ছে।’

এই বিশেষজ্ঞ গবেষক বলছেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকে সরকারের উদ্যোগে একটি ল্যাব স্থাপন করে করোনার ধরন, উপসর্গ ও আক্রান্তের অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন গবেষণার দরকার ছিল। তাহলে করোনাদের শারীরিক নানা সমস্যা ও বৈশিষ্ট্য নিয়ে একটি ব্যাখ্যা দেয়া সম্ভব হতো। কেন এবার স্বাদ-গন্ধ অটুট থাকছে তার কারণটাও বলা যেত। ডেল্টা থেকে কম শক্তিশালী ওমিক্রন- এমনটা অনেকেই বলছে। তবে এ বিষয়ে তেমন কোনো গবেষণা নেই।’

‘আপনি যে তথ্যের উল্লেখ করেছেন তা সঠিকভাবে জানতে হলে গবেষণায় বসতে হবে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্তদের উপসর্গ নিয়ে একটি গবেষণা করা গেলে বোঝা যেত কী কারণে বর্তমানে আক্রান্তদের অন্যান্য শারীরিক জটিলতা থাকলেও মুখের স্বাদ ও গন্ধ অটুট থাকছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়মিত সেবা দিচ্ছেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ফজলে রাব্বী। তিনি বলেন, ‘দ্বিতীয় ঢেউয়ের তুলনায় এবার করোনা আক্রান্ত রোগীদের অবস্থার দ্রুত অবনতি হওয়ার প্রবণতা কম দেখা যাচ্ছে। অনেকে আক্রান্ত হওয়ার ৮-১০ দিনের মধ্যেই হাসাপাতালে আসছে। অক্সিজেনও কম প্রয়োজন হচ্ছে। তবে হাসপাতালে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আর এসব রোগীর মধ্যে প্রধানত জ্বর, শুষ্ক কাশি, শরীর ব্যথার উপসর্গ বেশি দেখা যাচ্ছে।’

এ বিভাগের আরো খবর