দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার মধ্যে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানকেও অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সেই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরতদের করোনার টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।
সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সার্কুলার পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক কর্মকর্তা বা কর্মচারী নিয়ে আর্থিক সেবা কার্যক্রম চালাতে হবে। তবে আবশ্যকীয় আর্থিক সেবা চালু রাখতে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে।’
এতে আরও বলা হয়, ‘অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের দুই ডোজ টিকা নিতে হবে। অফিসে অনুপস্থিত কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ হিসেবে গণ্য হবেন। অন্যরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন ও দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করবেন।’
প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা গ্রাহকদের অবশ্যই মাস্ক পরতে হবে। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে ১৭ মার্চ থেকে ঘোষণা করা সাধারণ ছুটিতে জরুরি সেবা ছাড়া অফিস-আদালত ছিল বন্ধ। একপর্যায়ে অর্ধেক লোকবল দিয়ে অফিস চালানোর আদেশ আসে।
২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো যখন লকডাউন দেয়া হয়। সে সময়ও একই পদ্ধতিতে চলে অফিস। একই বছরের ১ জুলাই থেকে শাটডাউন হিসেবে পরিচিতি পাওয়া বিধিনিষেধেও একই পদ্ধতিতে চলে অফিস।
গত ৪ অক্টোবর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে ফেরে স্বাভাবিক অবস্থা।
তবে চলতি বছরের ৯ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ নিশ্চিত হওয়ার চার দিন পর আবার ১১ দফা বিধিনিষেধ আরোপ করা হয়।
করোনার তৃতীয় ঢেউ রোধে অর্ধেক জনবল দিয়ে অফিস কার্যক্রম পরিচালনার জন্য রোববার রাতে নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ‘সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন।’
এ নির্দেশনা সোমবার থেকেই কার্যকর করতে বলা হয় প্রজ্ঞাপনে।
সরকারি-বেসরকারি দপ্তর অর্ধেক জনবল দিয়ে পরিচালনায় ফেরার দিন ব্যাংকগুলোও অর্ধেক জনবলে পরিচালনার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ।
এতে বলা হয়েছে, ‘আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালতের মতো সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর কার্যক্রমও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনা করা হবে।’
এবার আর্থিক প্রতিষ্ঠানেও অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হলো।